‘সাকিবের জন্য দরজা সব সময় খোলা’

ছবি: এএফপি

রাজনৈতিক পালাবদলে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরতে পারছেন না দেশে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সরব উপস্থিতি থাকলেও অনেক দিন ধরে তিনি জাতীয় দলের বাইরে। কিছুদিন পরপরই তাকে ফেরানো নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। এবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা সব সময় খোলা।

৩৮ বছর বয়সী সাকিব বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ খেলে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিক্ষোভের মুখে দেশে আসা সম্ভব হয়নি তার পক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যে বিদায় বলে দিয়েছেন সাকিব। আর গত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনা ছিল তার। কিন্তু ওই প্রতিযোগিতার জন্য ঘোষিত বাংলাদেশ দলে সুযোগ হয়নি সাকিবের। সেসময় অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। শুধু ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার জায়গা দেখেননি নির্বাচকরা। দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গত মার্চে তৃতীয়বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ায় আবার বোলিং করতে পারছেন তিনি।

ছবি: গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি

গত মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতা সাকিব এখন ব্যস্ত আছেন গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে। তিনি খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হন তিনি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংসের পর ৪ ওভারে ১৩ রানে শিকার করেন ৪ উইকেট।

ওই পারফরম্যান্সের পর আবার উঠে এসেছে সাকিবকে জাতীয় দলে ফেরানোর আলোচনা। শনিবার মিরপুরে এক প্রশ্নের উত্তরে বিসিবি পরিচালক মিঠু গণমাধ্যমকে বলেছেন, 'বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে দ্বিতীয় কোনো পছন্দ নেই। তার জন্য দরজা সব সময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা কী চিন্তা করছে।'

তিনি যোগ করেছেন, '(বিসিবি) আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু বর্তমান সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) এখন পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।'

হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দুবাইয়ের দ্বিতীয় ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি সাকিব। গতকাল দুই বিভাগেই তিনি ছিলেন ব্যর্থ। দলের হারের দিনে ব্যাটিংয়ে ১০ বলে ৭ রানে আউট হওয়ার পর বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে পাননি কোনো উইকেট।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

1h ago