মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৮ জন কারাগারে

স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল শনিবার রাতে র‍্যাব ৬ জনকে গ্রেপ্তার করেছে এবং শুক্রবার সেনাবাহিনী ২ জনকে গ্রেপ্তার করেছে। 

৮ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

র‍্যাবের হাতে গ্রেপ্তার ৬ আসামি হলেন—রবিউল আউয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েস মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪) ও বাচ্চু মিয়া (৫৫)। তারা সবাই করাইবাড়ি গ্রামের বাসিন্দা। 

আদালত পুলিশ পরিদর্শক মো. সাদেকুর বলেন, 'বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলেও, শেষ পর্যন্ত দেননি।'

এদিকে, সেনাবাহিনীর হাতে শুক্রবার গ্রেপ্তার সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকেও গতকাল রাতে কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

শুক্রবার নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।

সেনাবাহিনীর একটি বিশেষ দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আকবপুর এলাকা থেকে মামলার আসামি সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে। 

এদিকে, র‌্যাব-৬ এর একটি দল গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।

মামলার বাদী রিক্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া সরাসরি এর নেতৃত্বে ছিলেন।'

Comments