আর্সেনালে যোগ দিলেন ইউরোজয়ী জুবিমেন্দি

শেষ পর্যন্ত মার্তিন জুবিমেন্দিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করে রিয়াল সোসিয়েদাদ থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে টেনেছে গানাররা। এর আগে তারা চেলসি থেকে ৫ মিলিয়নে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে ভিড়িয়েছে।

২৬ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার জুবিমেন্দি রিয়াল সোসিয়েদাদের একাডেমি থেকেই উঠে এসেছেন এবং পরবর্তীতে মূল দলে নিয়মিত হয়ে ওঠেন। ক্লাবটির হয়ে তিনি মোট ২৩৬ ম্যাচে মাঠে নেমে করেছেন ১০টি গোল। এবার পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন আর্সেনালে।

আর্সেনালে যোগ দিয়ে এই মিডফিল্ডার বলেন, ।এটা আমার ক্যারিয়ারের এক বিশাল মুহূর্ত। আমি এমন একটি ক্লাব খুঁজছিলাম, যাদের খেলার ধরণ আমার সাথে মানিয়ে যায়। আর্সেনালে পা রেখেই বুঝে গেছি, এই ক্লাব ও দল কতটা বড়। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি বিশ্বাস করি সেরা সময়টা এখনও আসেনি।'

গত মৌসুমে লা লিগায় ১১তম স্থান পাওয়া সোসিয়েদাদ ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয়। সেই ম্যাচেও মাঠে ছিলেন জুবিমেন্দি। তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি ছিলেন স্পেনের ইউরো ২০২৪ জয়ী দলের অংশ। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রদ্রির বদলি হিসেবে মাঠে নামেন।

রদ্রির চোটে জাতীয় দলের মিডফিল্ডে জায়গা করে নেওয়া জুবিমেন্দির এখন পর্যন্ত ১৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। সদ্য শেষ হওয়া নেশন্স লিগ ফাইনালে তিনি পর্তুগালের বিপক্ষে গোলও করেন। যদিও স্পেন ম্যাচটি হারে টাইব্রেকারে।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, 'মার্তিন আমাদের দলে বিপুল পরিমাণ গুণমান ও ফুটবলীয় বুদ্ধিমত্তা নিয়ে আসবে। ওর খেলার মান, ধারাবাহিকতা, এবং সাম্প্রতিক সময়ে ক্লাব ও জাতীয় দলে পারফরম্যান্স সবকিছু বিবেচনায় আমাদের প্রত্যাশা অনেক বড়।'

এছাড়াও, আর্সেনাল ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার ক্রিস্টিয়ান নোরগার্ডকে ১০ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার চুক্তি সম্পন্ন করেছে। স্কোয়াডের গভীরতা ও বিকল্প বাড়াতে এই মিডফিল্ডারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago