শাকিব খানকে নিয়ে কী বলছেন এই ৩ নায়িকা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। টানা ২৬ বছর ধরে রাজত্ব করছেন রূপালি পর্দায়। অনেক উত্থান-পতন গেছে তার। তারপরও এখনো তিনিই সবচেয়ে জনপ্রিয় নায়ক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন।
তিনজন নায়িকা দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তাকে নিয়ে।

শাকিব খান বিনয়ী, পরিশ্রমী: অপু বিশ্বাস
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যা এদেশে রেকর্ড। তাদের অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছে, দর্শকরা গ্রহণ করেছেন দারুণভাবে। অপু বিশ্বাস এই নায়ক সম্পর্কে বলেন, শাকিব খান বিনয়ী ও পরিশ্রমী। প্রচণ্ড পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে রয়েছে। এজন্যই এতদূর আসতে পেরেছেন। পরিশ্রম ও সাধনা ছাড়া এতদূর আসা সম্ভব নয়।
'শিল্পী কিংবা নায়ক হিসেবে শাকিব খান অনেক বিনয়ী। শিল্পীদের সঙ্গে তার সম্পর্ক সুন্দর। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। সবসময়ই নতুনদের সহযোগিতা করেন তিনি। এটা সবাই একবাক্যে স্বীকার করবেন। তার প্রমাণ তার অভিনীত সবশেষ সিনেমা।'
শাকিব খান সম্পর্কে এই নায়িকা আরও বলেন, শাকিব খান বড় মাপের তারকা, একজন সুপারস্টার, তা কখনোই নতুনদের বুঝতে দেন না। সহশিল্পী হিসেবে বরং এগিয়ে যান নতুনদের পাশে।
শাকিব খান ও আপনার কতগুলো সিনেমার ব্যবসাসফল হয়েছে, জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছে। বহু প্রযোজকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন এবং আমাদের নিয়ে নতুন নতুন সিনেমা প্রযোজনা করেছেন। সংখ্যাটা বলা মুশকিল।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও সাপোর্ট ছিল বলেই আমরা একসঙ্গে ৭২টি সিনেমা করতে পেরেছি। এটা তো রেকর্ড। সবচেয়ে বড় কথা, শাকিব খান যে সিনেমায় আছেন তা দর্শকরা গ্রহণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। এটা সব নায়কের ভাগ্যে হয় না। তার মতো সফল নায়ক কজন আছেন?

শাকিব খান নিজেকে সমৃদ্ধ করেছেন: জয়া আহসান
জয়া আহসান ও শাকিব খান একসঙ্গে দুটি সিনেমা করেছেন। 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' মুক্তি পেয়েছিল বেশ আগে। এবার মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। এই সিনেমায় শাকিব খান ও জয়া আহসানের অভিনয় দর্শকরা পছন্দ করেছেন।
শাকিব খান সম্পর্কে জয়া আহসান বলেন, শাকিব খান নিজেকে সমৃদ্ধ করেছেন। তিনি অনেক উঁচুতে পৌঁছে গেছেন। আগেও তার সঙ্গে সিনেমা করছি। এবারও করলাম। অনেক ভালো লেগেছে। দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে।
'নিঃসন্দেহে শাকিব খান অনেক বড় তারকা। তার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি কতটা পরিশ্রম করতে পারেন। সেই সঙ্গে কাজের প্রতি, চরিত্রের প্রতি তিনি অনেক বেশি সিরিয়াস। এজন্যই এখনো নিজের ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন।'
জয়া আহসান আরও বলেন, শাকিব খানের সিনেমা দর্শকরা গ্রহণ করছেন এখনো। এটা বড় বিষয়। টানা এতগুলো বছর ক্যারিয়ার ধরে রাখা কম কথা নয়। লেগে আছেন বলেই সম্ভব।
'নতুন নতুন চরিত্রের প্রতি শাকিব খান বেশ মনোযোগী। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেন। এই ইচ্ছেটা আছে বলেই ভালোভাবে কাজ করতে পারছেন।'
সবশেষে তিনি বলেন, 'তাণ্ডব' সিনেমা করার সময় দেখেছি কাজের প্রতি তার কমিটমেন্ট, ভালোবাসা। যে কোনো শিল্পীর এমনটিই হওয়া উচিত।

শাকিব খান আনপ্যারালাল: তমা মীর্জা
তমা মীর্জা ও শাকিব খান জুটি হয়ে দুটি সিনেমা করেছেন। ঢালিউডের কিং খান সম্পর্কে তমা মীর্জা বলেন, শাকিব খান আনপ্যারালাল। তার তুলনা তিনি নিজেই। আমি মনে করি তার প্রতিদ্বন্দ্বীও তিনি নিজেই। এত বছর ধরে তুমুল জনপ্রিয়তা নিয়ে টিকে আছেন তিনি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এত জনপ্রিয়তা কোনো নায়ক পাননি। তার সিনেমার মতো ব্যবসাসফলও কম নায়কের সিনেমাই করতে পেরেছে। তার ভাগ্যও ভালো।
ঢালিউডে শাকিব খানের প্রয়োজন কতটা, জানতে চাইলে এই নায়িকা বলেন, অবশ্যই শাকিব খানকে ঢাকাই সিনেমায় খুব বেশি প্রয়োজন। কেননা, একজন নায়ক একা একা আমাদের সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন। এজন্যই তাকে প্রয়োজন।
শাকিব খানের অভিনয় নিয়ে তিনি বলেন, দেখুন, শাকিব খান নায়ক। রোমান্টিক বলি কিংবা অ্যাকশন ঘরানা—পর্দায় তিনি একজন নায়ক। বেশ কবছর ধরে তিনি অভিনয় বেজড সিনেমা করছেন। নিজেকে ভাঙছেন। এখানেও তিনি সফল। দর্শকরা তাকে ফিরিয়ে দেননি। বরং আরও বেশি বেশি ভালোবাসায় সিক্ত করেছেন।
Comments