গণঅভ্যুত্থান নিয়ে ‘বিরূপ মন্তব্য’, শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর ক‌রা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ও অন্য শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে আটক করে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়। পরে তাকে থানায় হস্তান্তর করে।'

ওসি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করলে সন্ধ্যার দিকে তা অন্য শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অন্য শিক্ষার্থীরা তাকে হলরুম থেকে বাইরে এনে চুল কেটে দেন।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম গণমাধ্যমে বলেন, 'সাধারণ শিক্ষার্থীদের দাবি ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে‌ছি।'

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিফজুর রহমান গণমাধ্যমে বলেন, 'বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে পুলিশের কাছে তুলে দেই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।'

ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গতকাল বুধবার বিকেলে ওই শিক্ষার্থীকে ডেভিল হান্টের মামলার গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago