দোহারে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা

ঢাকার দোহারে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত হারুনুর রশিদ (৬৫) নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন এলাকায় 'হারুন মাস্টার' পরিচিত ছিলেন।
আজ বুধবার ভোরে বাহ্রা স্কুলের কাছে তার ওপর হামলা চালানো হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সে সময় হারুন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, 'হারুন মাস্টারের শরীরে চারটি গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রের তিনটি আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।'
এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ওসি হাসান আলী বলেন, 'ঘটনাটি তদন্তে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করছে।'
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments