২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ৮.৫৮ শতাংশ বেড়েছে

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি আগের বছরের তুলনায় সাড়ে আট শতাংশ বেড়ে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এই তথ্য জানা গেছে।
তবে ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, জুনে মাসিক রপ্তানি আগের বছরের তুলনায় সাড়ে সাত শতাংশ কমে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
তিনি বলেন, জুনে ঈদুল আজহার কারণে কারখানাগুলোতে দীর্ঘ ছুটি ছিল। তা না হলে রপ্তানির পরিমাণ আরও বেশি হতে পারত।
সাম্প্রতিক সময়ে ভারতে রপ্তানি কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
ইপিবির ভাইস-চেয়ারম্যান আরও জানান, জুনের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কর্মবিরতি ও আন্দোলনের কারণেও রপ্তানি ব্যাহত হয়েছে।
Comments