নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ নিয়ে তল্লাশির অভিযোগ, বিক্ষোভ

ছাত্রীনিবাসে ইলেকট্রনিক রান্নার সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ নিয়ে তল্লাশির অভিযোগ উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা।
গতরাত সাড়ে ১২টার দিকে হযরত বিবি খাদিজা হলের শিক্ষার্থীরা হল গেটে এসে অবস্থান নেন। এসময় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইলেকট্রনিক রান্নার সামগ্রী উদ্ধারে তল্লাশি চালায় হল প্রশাসন। সেখানে হলের পুরুষ স্টাফরাও ছিলেন। এতে হলে অবস্থানরত ছাত্রীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন বলে অভিযোগ করেন তারা।
হলের একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। এটা খুবই বিব্রতকর।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, 'আমি ঘুমিয়ে ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও নারী স্টাফের সঙ্গে দুজন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম।'
এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলের হাউস টিউটররা তল্লাশি করতে যাওয়ার সময় তাদের সঙ্গে পুরুষ স্টাফরা ছিলেন। কারণ হল থেকে শতাধিক ইলেকট্রিক চুলাসহ রান্নার বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে সেগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য পুরুষ স্টাফদের নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি বলেন অভিযান শুরু হয়েছে বিকাল ৫টার দিকে। শেষ হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Comments