‘সেরা ভারতীয় দল’ নিয়ে জিততে মরিয়া গিল

হেডিংলি টেস্টের বড় একটা অংশে এগিয়ে ছিলো ভারত। মনে হচ্ছিলো প্রথম টেস্ট জিতেই শুরু করবে তারা। তবে রোমাঞ্চকর রান তাড়ায় গল্পটা বদলে দেয় ইংল্যান্ড। দারুণ জয়ে স্বাগতিকরাই এগিয়ে গেছে। সিরিজে পিছিয়ে পড়া ভারত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় টেস্টে জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখবে। দলের সেরা বোলারকে ছাড়া ঘাটতি তৈরি হলেও জয়ের ব্যাপারে আশাবাদী গিল।
এজভাস্টনে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগের দিন গিল বুমরাহ খেলার জন্য এভেইলেবল আছেন, তবে তাকে যে বিশ্রাম দেয়া হবে সেই আভাসও দিয়ে রাখেন, 'বুমরাহ অবশ্যই এভেইলেবল। আমরা কেবল দেখতে চাই কীভাবে তিনি ওয়ার্কলোড ম্যানেজ করেন।'
সিরিজের আগে থেকেই বলা হচ্ছিল পাঁচ টেস্টের সিরিজে সর্বোচ্চ তিন ম্যাচ খেলবেন বুমরাহ। হেডিংলিতে প্রথমটি খেলার পর স্বাভাবিকভাবে দ্বিতীয় ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা প্রবল। গিল জানালেন বুমরাহ থাকবেন না জেনে নিয়ে আগেই থেকেই বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা, 'আপনার সেরা বোলার যদি না খেলে তবে অবশ্যই তাকে মিস করবেন। কিন্তু আমরা জানতাম সিরিজে তিনি তিন টেস্ট খেলবেন। তিনি না খেললে কে খেলবে সেই পরিকল্পনা আমাদের আছে। খেলার আগে আমরা সেই সিদ্ধান্ত নেবো।'
বুমরাহকেও নিয়েও টেস্ট ভারত টেস্ট হেরেছে হেডিংলিতে, তাকে ছাড়া এবার আরও কঠিন চ্যালেঞ্জ। এজভাস্টনে ব্যবধান ২-০ হয়ে গেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা এই প্রশ্নে যেন কিছুটা ব্যক্তিত্বে আঘাত লাগে গিলের। মুখ শক্ত করে তিনি জবাব দেন সিরিজটা জিততে এসেছেন তারা, আর এই মুহূর্তে সেরা ভারতীয় দল নিয়েই সফরে আছেন, 'আমরা অবশ্যই টেস্ট জিততে চাই। আমি বিশ্বাস করি এখানে আসা ভারতীয় দলটা এই মুহূর্তে সেরা ভারতীয় দল। আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম।'
Comments