সাবিনা ইয়াসমিনের নতুন গান

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

চলতি বছরে গানে নিয়মিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। স্টেজ শোর পাশাপাশি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন বরেণ্য এই কণ্ঠশিল্পী।

আজ সোমবার দুপুরে 'প্রাণের বাংলাদেশ' শিরোনামে নতুন একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ।

অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে খুব শিগগির গানটি প্রকাশ হবে।

গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে '

গীতিকার ও সংগীত পরিচালকের সঙ্গে সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

গানটির গীতিকার-সুরকার আরিফ হোসেন বাবু বলেন, 'গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এমন একজন কিংবদন্তির কণ্ঠে আমার একটি গান থাকা এটি অনেক বড় আনন্দের।'

সংগীত পরিচালক রোহান রাজ বলেন, 'গান নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। যাদের গান শুনে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। তার মধ্যে সাবিনা আপা আমাদের লিজেন্ড। তিনি আমার সংগীতে গেয়েছেন এটিই আমার জন্য বড় পাওয়া।'

সাবিনা ইয়াসমিনের সর্বশেষ প্রকাশিত দেশের গান 'আমার পতাকা লাল সবুজে আঁকা'। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

47m ago