‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে কী বললেন শাকিব-সাবিলা

তাণ্ডব
শাকিব-সাবিলা। ছবি: সংগৃহীত

গতকাল রাতে হয়ে গেল 'তাণ্ডব' সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমার অভিনয়শিল্পীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এই আয়োজনে।

মুক্তির এক সপ্তাহেই রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমাটি পাইরেসির শিকার হয়।

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে সাবিলা নূর বলেন, 'এই সময়টা আমাদের সিনেমার নবজাগরণের সময়। দেশের ভেতরে তো বটেই, বিদেশেও প্রশংসা কুড়োচ্ছে আমাদের সিনেমা। এমন একটা মুহূর্তে একটি মানসম্পন্ন চলচ্চিত্র যদি পাইরেসির শিকার হয়, তাহলে সেটা শুধু দুঃখজনক নয়, সাংস্কৃতিক অপরাধ। এই কাজ যারা করেন, তারা শিল্পের শত্রু।'

তিনি আরও বলেন, 'এই সিনেমা থেকে আমি অনেক কিছু পেয়েছি—ভালোবাসা, শিক্ষা, আত্মবিশ্বাস। ভবিষ্যতে কী হবে, জানি না। তবে চেষ্টার কোনো কমতি থাকবে না। ভালো গল্পের সঙ্গে থাকব, সৎ কাজ করে যেতে চাই। আর বাকিটা নির্ভর করছে দর্শকের ভালোবাসার ওপর। কারণ তাণ্ডবে তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, সেটা হৃদয় ছুঁয়ে গেছে।'

শাকিব খান বলেন, 'সেই জাতি সবচেয়ে উন্নত, যারা সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে থাকে। আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই এর পথ রুদ্ধ করার চেষ্টা হচ্ছে পাইরেসির মাধ্যমে। বরবাদ সিনেমার ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। তাণ্ডবের ক্ষেত্রে তো আরও আগেই ঘটেছে। তবু আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। পাইরেসির পরেও তারা হলে গিয়ে সিনেমা দেখেছেন, দেখাচ্ছেন। সিনেমাকে বাঁচাতে হলে সবাইকে সোচ্চার হতে হবে।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago