ব্রাজিলের বোতাফোগোয় ধরাশায়ী পিএসজি

লড়াইটা ছিল দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মধ্যে। যেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন বোতাফেগো। বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে ১-০ গোলের অপ্রত্যাশিত ভাবে হেরে গেছে ফরাসি ক্লাবটি।

প্রথমার্ধেই ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় ইগর জেসুসের করা একমাত্র গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৫৩,৬৯৯ দর্শকের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে বোতাফোগো অনেকটাই নিশ্চিত করে ফেলেছে নকআউট পর্বের টিকিট।

অথচ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে এই ৩২ দলের ফিফা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরা হচ্ছিল। বিশেষ করে গত মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর। তবে রিও ডি জেনেইরোর দল বোতাফোগোর দুর্দান্ত সংগঠিত রক্ষণভাগ ও দৃঢ় মানসিকতায় বাধা পড়ে পিএসজির অগ্রযাত্রা।

জয়ের পর ইগর জেসুস বলেন, 'অনেকে সন্দেহ করেছিল, কিন্তু আমরা দেখিয়েছি বোতাফোগো কতটা শক্তিশালী। এটা কঠিন ম্যাচ ছিল, আমাদের রক্ষণে কষ্ট করতে হয়েছে, কিন্তু আমরা আমাদের কাজটা করেছি এবং গোলও পেয়েছি। আমরা খুব খুশি। আমরা জানতাম ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। একদিকে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন, অন্যদিকে দক্ষিণ আমেরিকার সেরা দল।'

উল্লেখ্য, এ বছর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও তিনি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য বোতাফোগোতেই থেকে যান। এই প্রসঙ্গে হেসে জেসুস বললেন, 'আমি মনে করি বোতাফোগোতেই থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।'

ম্যাচটি কঠিন হবে তা আগেই জানতেন বলে জানান পিএসজি কোচ লুইস এনরিকে, 'আমরা জানতাম এটা সহজ হবে না — ওরা খুব ভালোভাবে রক্ষণ করেছে। এই ক্লাব বিশ্বকাপ অত্যন্ত তীব্র এবং প্রতিযোগিতামূলক। প্রতিটি দলই আমাদের বিপক্ষে খেলতে অনেক বেশি মোটিভেটেড।'

ইউরোপের চ্যাম্পিয়নরা এখনও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রাখে বলে বিশ্বাস রাখেন এনরিকে, 'যদি কোনো দল ঘুরে দাঁড়াতে পারে, সেটা আমাদের দলই। আমাদের বিশ্লেষণ করতে হবে, অনেক কিছু উন্নত করা সম্ভব। তবে আমি মনে করি পারফরম্যান্স মন্দ ছিল না।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago