পল্টনে ২ ডিবি সদস্য গুলিবিদ্ধ

আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় আহত হয়েছেন ডিবির লালবাগ বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ১টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে অভিযান চালানো হয়। হাসপাতালের বিপরীত রাস্তায় একটি প্রাইভেটকার আটকানোর চেষ্টা করলে গাড়ির ভেতর থেকে গুলি চালানো হয়।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, এএসআই আতিকের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম হাঁটুতে গুলি লেগেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ আলম জানান, তাদের প্রথমে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে এবং হামলায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

2h ago