ইন্টারকে রুখে দিল মোন্তেররে

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ 'ই'-এর প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মোন্তেররের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে ইন্টার মিলান। মঙ্গলবার পাসাডেনার রোজ বোলে ৪০ হাজার ৩১১ দর্শকের সামনে জমে ওঠে ইউরোপ ও উত্তর আমেরিকার দুই দলের লড়াই।

ম্যাচের ২৫ মিনিটে সের্জিও রামোসের হেড থেকে এগিয়ে যায় মোন্তেররে। কর্নার থেকে ওলিভার তোরেসের বল পেয়ে চমৎকার হেডে জালে বল পাঠান ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার। ইন্টার ডিফেন্ডার ফ্রান্সেস্কো আচেরবির ভুল মার্কিংয়ের সুযোগ নেন রামোস।

তবে ৩১তম মিনিটে সেট-পিস থেকে সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। আলবেনিয়ান মিডফিল্ডার ক্রিস্তিয়ান আসলানি ২৫ গজ দূর থেকে শট নেয়ার ভঙ্গিতে বলটা চিপ করে দেন বক্সে। সময়মতো ছুটে এসে কার্লোস আগুস্তো বল বাড়িয়ে দেন মার্তিনেসকে। বাকি কাজ সহজেই করেন এই আর্জেন্টাইন।

তবে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইন্টারের। অষ্টম মিনিটেই বেঞ্জামিন পাভার্দ শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। ২২তম মিনিটে মাত্তেও দারমিয়ান সুযোগ নষ্ট করেন বারের ওপর দিয়ে মারলে।

৩৬ মিনিটে মার্তিনেস আবারো গোলের কাছাকাছি চলে যান। এর আগেই সেবাস্তিয়ানো এসপোসিতোর একটি গোলের প্রচেষ্টা ঠেকান মোন্তেররে গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। এক পর্যায়ে পাভার্দের হেডে রামোসের হাতে বল লাগলেও ভিএআর দেখে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করা হয়।

দ্বিতীয়ার্ধে মার্তিনেস বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মিলেনি। তবে ম্যাচের শেষ দিকে জয় পেয়েও যেতে পারত মোন্তেররে। কলম্বিয়ান মিডফিল্ডার নেলসন ডেওসা ইনটারের ডিফেন্স ভেদ করেও বল মারেন সাইড নেটে।

এর আগে চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মিলান। সেই হার কাটিয়ে ওঠার এই ম্যাচেও তারা গোল নষ্টের মাশুল গুনেছে, মাঠে আধিপত্য থাকলেও গোল সংখ্যায় এগিয়ে যেতে পারেনি।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for two hours between 12pm and 2pm

36m ago