খামেনি এখন কী করবেন?

আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার 'বিরোধিতা' করেছেন বলে জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, খামেনিকে হত্যা করা হলে 'সংঘাত শেষ হবে' এবং 'পরমাণু যুদ্ধ' বন্ধ হবে।

আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে প্রশ্ন রাখা হয়—ইরানের দীর্ঘদিনের শাসক ও দেশটির পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর আলি খামেনি এখন কী করবেন?

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক সহকারী সচিব জেফ্রি ফেল্ডম্যান সংবাদমাধ্যমটিকে বলেন, 'আমি মনে করি, ক্ষমতায় টিকে থাকা তার (খামেনি) একমাত্র লক্ষ্য।'

ফেল্ডম্যান আরও বলেন, 'যদি ক্ষমতা টিকিয়ে রাখা তার লক্ষ্য হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাকে আলোচনায় বসতে হবে। আমার মনে হয়, তিনি তা করতে রাজি হবেন।'

এই সাবেক সহকারী সচিবের ধারণা—তবে খামেনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পথও বেছে নিতে পারেন। এই যুদ্ধ ইরানকে পরমাণু বোমা বানানোর পথে পরিচালিত করতে পারে।

এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোন পথ বেছে নেবেন তা এখন বড় প্রশ্ন।

এ দিকে, গতকাল সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে 'সবাইকে' দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছেন। তবে কী কারণে তিনি এক কোটি মানুষকে তেহরান ছাড়তে বলেছেন এর ব্যাখ্যা দেননি।

ট্রাম্প কানাডায় জি সেভেন সম্মেলন ত্যাগ করে দ্রুত ওয়াশিংটনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেসময় তিনি যুদ্ধবিরতি নিয়ে কাজ করার অস্বীকৃতি জানিয়ে বলেছেন, 'আরও বড় কিছু'র জন্য কাজ করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

52m ago