পার্কের ওয়াচ-টাওয়ার থেকে লাফ দিয়ে তরুণের মৃত্যু

নিহত আকুল মিয়া। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়িতে একটি পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দিয়ে তরুণের মৃত্যু হয়েছে।

নিহত আকুল মিয়া (২৫) আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে যান আকুল। একপর্যায়ে সবার অজান্তে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে নিচে জমে থাকা পানিতে লাফ দেন। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে টাওয়ার সংলগ্ন পানিতে খোঁজ শুরু করেন বন্ধুরা। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্কের মালিক রহুল আমিন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা রয়েছে। তবে আকুল নিয়ম ভেঙে ওয়াচ-টাওয়ার থেকে লাফ দিয়েছে, যা আমরা কেউ ভাবতে পারেনি।'

তিনি আরও বলেন, 'তার বড় ভাই পার্কে কর্মরত। তবে এ ঘটনার সময় তিনি পার্কে উপস্থিত ছিলেন না।'

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, 'এ ব্যাপারে কেউ এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago