হামজা-শমিতদের সঙ্গে খেলতে ঢাকায় সিঙ্গাপুর

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। অফিশিয়াল ম্যাচেও অপেক্ষা ফুরানোর পালা। এরমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।

রোববার সকালে সাড়ে ১১টায় ৪২ সদস্যের বিশাল বহর নিয়ে হযরত শাহ-জালাল বিমানবন্দরে পা রাখে সিঙ্গাপুর ফুটবল দল। যদিও চূড়ান্ত স্কোয়াডের সঙ্গে ট্যাকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরো ১৯ জন রয়েছেন তাদের সঙ্গে। দলটি উঠেছে রাজধানীর সোনারগাঁও হোটেলে।

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে খেলতে এসেছে সিঙ্গাপুর। দলটির ম্যানেজার আগেই ঢাকা পৌঁছে এসেছেন। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা পরখ করছেন তিনি। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ক্লোজড ডোরে অনুশীলন করবে দলটি। আগামীকাল ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে তারা।

এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এর আগে নিজ নিজ ম্যাচে দুই দল ড্র করেছে। বাংলাদেশ ড্র করেছে ভারতের বিপক্ষে এবং সিঙ্গাপুর ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। দুটি ম্যাচেই কোনো গোল হয়নি।

তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজ নিজ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই দলই। বাংলাদেশ প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ভুটানকে। অন্যদিকে সিঙ্গাপুর প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

Comments

The Daily Star  | English

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

39m ago