শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টার ডিজিটাল গ্রাফিক্স

শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরতর আহত হয়েছেন। বর্তমানে তারা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার দিবাগত রাত ৯টার দিকে মোবারকপুরের মহিষের বন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সামনে পড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াসের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল-আমিন (২২) ও ২৭ বছর বয়সী আরও একজন, স্থানীয়দের কাছে তিনি ডিজে নামে পরিচিত। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, 'আমরা ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করি। বাকি তিনজনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।'

জানতে চাইলে শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাদিম আনজুম সিয়াম জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল ইসলাম বলেন, 'দুইজনের ঘটনাস্থালেই মৃত্যু হয়েছিল, হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।'

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for two hours between 12pm and 2pm

36m ago