ঈদযাত্রার মধ্যে কেমন থাকবে দেশের আবহাওয়া

ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখি মানুষ। ৩ জুন ২০২৫। ছবি: এমরান হোসেন/স্টার

ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে গত কয়েকদিন থেকেই ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও ঈদযাত্রার মূল স্রোত শুরু হবে ৫ জুন থেকে। তবে ঘরে ফেরা মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গত কয়েকদিন ধরে হতে থাকা বৃষ্টি।

বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সারা দেশেই কমবেশি মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়ে চলেছে এখনও। ফলে এই সময়ে ঈদযাত্রা কতটা স্বস্তির বা ভোগান্তির হবে, তা নিয়ে অনেকের মনেই রয়েছে সংশয়।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী তিন দিন, ৫, ৬ ও ৭ জুন এই ধারা অব্যাহত থাকলেও বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আবহাওয়ার খবর বলছে, এই সময়ে সারা দেশের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফলে বৃষ্টির কারণে ঈদযাত্রার শুরুর দিকে ভোগান্তি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করা যায়।

গরম কেমন থাকবে?

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়ে এই বিভাগেই, সাতক্ষীরায় গতকাল সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বৃষ্টিপাতের মধ্যেও খুলনা বিভাগের জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে বৃষ্টিপাতের কারণে পরের দুদিন সারা দেশে গরম কিছুটা কমতে পারে। আবার তার পর থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ফের বাড়তে থাকবে তাপমাত্রা।

এরপর ঈদের পর থেকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। ফলে ঈদ-পরবর্তী যাত্রায় বৃষ্টির বাগড়া কম হবে বলেই ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The Trump administration is scheduled to apply the new tariff rates for the countries concerned from August 1.

11h ago