চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

বার্সেলোনাকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিল ইন্টার

ছবি: এএফপি

১৯৯২ সালে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর গ্রহণ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নাম। এর আগে প্রতিযোগিতাটি পরিচিত ছিল ইউরোপিয়ান কাপ হিসেবে। চ্যাম্পিয়ন্স লিগ যুগে ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে হারের বিব্রতকর রেকর্ড এতদিন ছিল বার্সেলোনার। সেই দুর্বিষহ অভিজ্ঞতা থেকে স্প্যানিশ ক্লাবটিকে মুক্তি দিল ইন্টার মিলান।

মুক্তি কি বলা যায়? এখন থেকে তো ইন্টারকে তাড়া করে বেড়াবে দুঃস্বপ্ন! বার্সাকে নিষ্কৃতি দিতে গিয়ে ইতালিয়ান ক্লাবটিই আটকা পড়েছে অনাকাঙ্ক্ষিত কীর্তির জালে।

চ্যম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে ফাইনালে এত বড় হারের তেতো স্বাদ নিতে হয়নি আর কাউকে। শনিবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে সিমোনে ইনজাগির শিষ্যরা। তাদেরকে গোলবন্যায় ভাসিয়ে অধরা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে পিএসজি।

১৯৯৪ সালের ফাইনালে বার্সা ৪-০ গোলে হেরেছিল ইন্টারের শহর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে। এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে ৩১ বছর আগে অনুষ্ঠিত ওই ম্যাচে কাতালানদের অসহায়ত্ব ছাপিয়ে এবার ইন্টার নীল হয়েছে বেদনায়।

আরও তিনবার শিরোপা নির্ধারণী মঞ্চে চার গোলের ব্যবধানে হারের ঘটনা রয়েছে। সবগুলোই ইউরোপিয়ান কাপ যুগে। গ্লাসগোয় ১৯৬০ সালে রিয়াল মাদ্রিদের কাছে ৭-৩ গোলে উড়ে গিয়েছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ১৯৭৪ সালে ব্রাসেলসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনায় ১৯৮৯ সালে এসি মিলানের কাছে একই ব্যবধানে গুঁড়িয়ে গিয়েছিল স্টুয়া বুখারেস্ট।

এবারের ফাইনালে ইন্টারকে ধসিয়ে বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছে পিএসজি। বলা বাহুল্য, কোনোটিই অপ্রত্যাশিত নয়, বরং ফুটিয়ে তুলছে লুইস এনরিকের শিষ্যদের দাপট।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ফাইনালে সবচেয়ে বড় জয়ের রেকর্ডের কথা তো এতক্ষণে বুঝেই গেছেন। ফ্রান্সের প্রথম ও সব মিলিয়ে নবম ক্লাব হিসেবে মর্যাদাপূর্ণ ট্রেবল জিতেছে প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের আগে তারা ঘরে তুলেছে লিগ ওয়ান ও ফরাসি কাপের শিরোপা।

দলটির কোচ এনরিকে দুটি ভিন্ন ক্লাবের হয়ে পেয়েছেন ট্রেবল জেতার স্বাদ। অসামান্য অর্জনের এই তালিকায় তিনি দ্বিতীয়। এর আগে ২০১৫ সালে বার্সাকে ট্রেবল জিতিয়েছিলেন তিনি। এতদিন রেকর্ডটির একক অধিকারী ছিলেন আরেক স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। তিনি ২০০৯ সালে বার্সেলোনা ও ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছিলেন।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago