রিয়ালের হয়েই ক্লাব বিশ্বকাপ খেলবেন আলেকজান্ডার-আর্নল্ড

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তা আগেই নিশ্চিত ছিল আগেই। তবে আলোচনা চলছিল তাকে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত তাতেও সফল হয়েছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই আর্নল্ডকে দলে ভেড়াতে প্রায় ১০ মিলিয়ন ইউরো (৮.৪ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করেছে ক্লাবটি।

এক বিবৃতিতে আলেকজান্ডার-আর্নল্ডের বিদায় নিশ্চিত করেছে লিভারপুল। তারা জানিয়েছে, ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ তাকে দলে নেওয়ার জন্য অর্থ দিয়েছে। এই অর্থের মধ্যে চলতি মৌসুমে তার বাকি থাকা বেতনও অন্তর্ভুক্ত রয়েছে। ১৪ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে জাবি আলোনসোর অধীনে খেলতে পারবেন আর্নল্ড।

বিবৃতিতে ক্লাব লিখেছে, 'লিভারপুল তার সেবার বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে এবং ১ জুন ট্রান্সফার উইন্ডো খোলার পর এই চুক্তি চূড়ান্ত হবে। গত দুই দশকে ক্লাবে তার অবদানের জন্য লিভারপুল তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে।'

রিয়াল মাদ্রিদও এক বিবৃতিতে জানিয়েছে, 'আলেকজান্ডার-আর্নল্ড আগামী ছয় বছরের জন্য আমাদের দলে যোগ দিয়েছেন—২০২৫ সালের ১ জুন থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত। আলেকজান্ডার-আর্নল্ড যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে অংশ নেবেন।'

'আলেকজান্ডার-আর্নল্ড তার পুরো খেলোয়াড়ি জীবনই লিভারপুলে কাটিয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে ইংল্যান্ড জাতীয় দলে নিয়মিত এবং দুটি বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) এবং একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (২০২৪) অংশ নিয়েছেন,' বিবৃতিতে আরও জানায় স্প্যানিশ ক্লাবটি।

লিভারপুলে খেলাকালীন সময়ে ৯টি শিরোপা জিতেছেন আর্নল্ড। যেখানে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কমিউনিটি শিল্ড।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও বেশ কৃতিত্বের অধিকারী আর্নল্ড। ২০২০ সালে তিনি ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ইলেভেনে স্থান পেয়েছেন। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (২০১৮/১৯ ও ২০২১/২২) এবং তিনটি প্রিমিয়ার লিগ মৌসুমে (২০১৮/১৯, ২০১৯/২০ ও ২০২১/২২) সেরা একাদশে জায়গা পেয়েছেন। ২০১৯/২০ মৌসুমে তিনি প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ও নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago