‘জাহিদ হাসানের সঙ্গে ২০-২৫ বছর পর অভিনয় করেছি’

আফসানা মিমি। ছবি:সংগৃহীত

আফসানা মিমি নব্বই দশকের অন্যতম শীর্ষ টেলিভিশন অভিনয়শিল্পী। বিটিভির সাড়া জাগানো অনেক নাটকে একসময় নিয়মিত অভিনয় করেছেন। পরবর্তীতে নাটক পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি এবং সেখানেও সফল হন।

সম্প্রতি তিনি জংলি সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারও আগে মিমি অভিনিত পাতালঘর নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পায়।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আফসানা মিমি অভিনীত নতুন সিনেমা 'উৎসব'।

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: স্টার

নতুন সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে কথা বলেছেন আফসানা মিমি।

শুরুতেই উৎসব সিনেমায় অভিনয়ের কারণ জানতে চাইলে আফসানা মিমি বলেন, 'পরিচালক তানিম নূর এবং গল্পের জন্যই মূলত অভিনয় করেছি উৎসব সিনেমায়। তানিম নূরের গল্প বলা আমার ভালো লেগেছে। যখন পরিচালক আমার সঙ্গে উৎসবের গল্প শেয়ার করে তখনই ভালো লাগে। এমন সুন্দর একটি গল্প নিয়ে সিনেমা করতে চায়—এ বিষয়টি আমাকে আকর্ষণ করেছে।'

উৎসব সিনেমায় আপনি, জাহিদ হাসান সহ অসংখ্য তারকা অভিনয় করেছেন, এটি আসলে কার সিনেমা—এ প্রশ্নের জবাবে আফসানা মিমি বলেন, 'উৎসব আমাদের সিনেমা। পারিবারিক গল্পের সিনেমা। দর্শকরা চমৎকার গল্প পাবেন। পরিচ্ছন্ন গল্প পাবেন।'

নাটকের দৃশ্যে জাহিদ হাসান ও আফসানা মিমি। ফাইল ছবি: সংগৃহীত
নাটকের দৃশ্যে জাহিদ হাসান ও আফসানা মিমি। ফাইল ছবি: সংগৃহীত

অভিনয় কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, 'করছি তো। জংলি সিনেমায় অতিথি চরিত্রে ছিলাম। তারও আগে পাতালঘর করেছি। পাপপুণ্য করেছি। আরও কিছু কাজ করেছি।'

উৎসব সিনেমায় আফসানা মিমি ছাড়াও জাহিদ হাসান অভিনয় করেছেন। পাশাপাশি অন্যান্য চরিত্রে জয়া আহসান, সাদিয়া আয়মান সহ আরও অনেকেই আছেন।

জাহিদ হাসান ও আফসানা মিমি একসময় টেলিভিশনের অনেক নাটকের জনপ্রিয় জুটি ছিলেন।

জাহিদ হাসানের সঙ্গে সিনেমায় অভিনয়ের বিষয়ে আফসানা মিমি বলেন, 'জাহিদ হাসানের সঙ্গে ২০-২৫ বছর পর অভিনয় করেছি। দুজনই অনেক আনন্দ নিয়ে কাজ করেছি। ভীষণ এনজয় করেছি।'

'আমি ও জাহিদ হাসান যখন শুটিং করি তখন (জাহিদের স্ত্রী) সাদিয়া ইসলাম মৌ দেশের বাইরে ছিলেন। আমরা দুজনে ছবি তুলে মৌকে পাঠিয়েছি। কাজেই দারুণ সব অভিজ্ঞতা হয়েছে এবং কাজটি আসলেই ভালো হয়েছে', যোগ করেন দর্শনন্দিত এই অভিনেত্রী।

স্ত্রী মৌর সঙ্গে জাহিদ হাসান। ফাইল ছবি: স্টার
স্ত্রী মৌর সঙ্গে জাহিদ হাসান। ফাইল ছবি: স্টার

'নির্মল আনন্দ নিয়ে শুটিং করেছি।'

উৎসব সিনেমার প্রচারে বলা হয়েছে 'পরিবার ছাড়া দেখা নিষেধ', এ বিষয়টি নিয়ে যদি বলতেন?

জবাবে আফসানা মিমি বলেন, 'সত্যিই তো! পরিবার ছাড়া দেখা নিষেধ। উৎসব পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিনেমা। এজন্যই বলা হচ্ছে, পরিবার ছাড়া দেখা নিষেধ।'

তিনি আরও জানান, 'উৎসব নামের সিনেমায় মেইন ক্যারেক্টার বলে কিছু নেই। আমরা সবাই একজন আরেকজনের সাপোর্টিং ক্যারেক্টার।'

 

Comments

The Daily Star  | English

20 non-banks on BB red list

As of December last year, they disbursed Tk 25,808 crore in loans against collateral worth Tk 6,899 crore, according to the BB report

10h ago