যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ছবি: বিএনপির প্রেস উইং

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার নেতা আজ সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে ড. ইউনূসের সরকারি বাসভবনে পৌঁছান।

প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন এই চার নেতা।

আর আগে বিএনপি নেতারা জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনা প্রশমন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তারা বৈঠক করবেন।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago