‘বোহেমিয়ান ঘোড়া’র চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে: মৌসুমী হামিদ

মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে
অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

সাবেক লাক্স তারকা মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে সম্পৃক্ত তিনি। নাটক, ওটিটি ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দর্শকপ্রিয়তা পেয়েছেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আলাদা একটা অবস্থান গড়ে তুলেছেন।

সম্প্রতি সুন্দরবনের ভেতরে গিয়ে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করেছেন। নতুন কাজ নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'তে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তার অংশটুকুর শুটিং হয়েছে সুন্দরবনের গহীনে। আজমেরী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মৌসুমী হামিদ বলেন, অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় প্রথমবার কাজ করলাম। তার কাজের আলাদা একটা ধরন আছে। 'আয়নাবাজি' করে খুব নাম করেছেন তিনি। আরও অনেক ভালো ভালো কাজ করেছেন। তিনি অনেক মেধাবী পরিচালক। যত্ন নিয়ে কাজ করেন। শতভাগ ভালোবাসা দিয়ে কাজ করেন।

ছবি: সংগৃহীত

নিজের করা চরিত্রটি নিয়ে এই অভিনেত্রী বলেন, সুন্দরবনের ভেতরে গিয়ে কিছু মানুষ মধু সংগ্রহ করেন। এই করেই জীবনযাপন করেন। নেশা ও পেশা এটি। আমার কাজটিও তাই। এইরকম একটি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। সত্যিকারের যারা মধু সংগ্রহ করেন তাদের সহযোগিতা পেয়েছি। বনের ভেতরে গিয়ে মধু সংগ্রহ করেছি। নতুন গল্প ও চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

মৌসুমী হামিদ বলেন, বনের ভেতরে ছোটছোট খাল আছে। সেগুলো পার হতে হয়েছে। কখনো কখনো শুটিং করার সময় হাঁটু পর্যন্ত কাদা-পানিতে যেতে হয়েছে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য সবরকম প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

সুন্দরবনের ভেতরে গিয়ে শুটিং করেছেন, ওখানকার মানুষদের কেমন লেগেছে? জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ওখানকার মানুষগুলো খুব সরল, কিন্তু ভীষণ সাহসী। প্রচণ্ড সাহস নিয়ে জীবনযাপন করেন তারা। শুটিং শেষ করে ফিরে আসার সময় জঙ্গলের জন্য মায়া লেগেছে। তাছাড়া, মানুষগুলোর কথা মনে পড়বে অনেকদিন।

মৌসুমী হামিদ। ছবি:শেখ মেহেদী মোরশেদ

এই সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো।

এদিকে ঈদের জন্য সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। 'গণক' নামের এই নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।

মৌসুমী হামিদ বলেন, ঈদের একটি কাজ শেষ করেছি। আরও কিছু কাজ সামনে হওয়ার সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

56m ago