শাকিব আরও পরিশ্রমী ও সিরিয়াস হয়েছেন: জয়া আহসান

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান অভিনয় করেছেন রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমায়। এই সিনেমায় নায়ক হিসেবে আছেন ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আসছে ঈদে এটি মুক্তির কথা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জয়া আহসান তার ফেসবুকে 'তাণ্ডব' সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে নতুনভাবে দেখা মিলেছে জয়া আহসান ও শাকিব খানের।
'তাণ্ডব' সিনেমার পোস্টার শেয়ার করার বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান। বলেন, রায়হান রাফী অনেক ভালো ভালো কাজ করছেন। তার সিনেমা দর্শকরা গ্রহণ করছেন। মেধাবী ও পরিশ্রমী একজন পরিচালক তিনি। রাফীর পরিচালনায় 'তাণ্ডব' সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে।
'তাণ্ডব সিনেমায় রায়হান রাফী নতুন চমক দেখিয়েছেন, যা মুক্তির পর দর্শকরা দেখতে পারবেন। অনেক ভালো একটি সিনেমা হতে যাচ্ছে এটি। গল্প, অভিনয়, নির্মাণ—সবই ভালো।'
এদিকে 'তাণ্ডব' সিনেমা দিয়ে জয়া আহসান ও শাকিব খান অনেক দিন পর একসঙ্গে রূপালি পর্দায় ফিরছেন। বেশকবছর আগে 'পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী' নামের একটি সিনেমায় জুটি হয়েছিলেন দুজনে।
শাকিব খানের সঙ্গে 'তাণ্ডব' সিনেমায় অভিনয় বিষয়ে জয়া আহসান বলেন, শাকিব খান বড় তারকা। সিনেমায় তিনি ভীষণ ভালো করছেন। তার সিনেমা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। তাণ্ডব করতে গিয়ে দেখেছি তিনি আরও পরিশ্রমী ও সিরিয়াস হয়েছেন।
'শাকিব খান নতুনভাবে আসছেন এই সিনেমায়। আমিও সুন্দর একটি চরিত্র করেছি', বলেন তিনি।
'তাণ্ডব' নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, এই সিনেমায় অনেক গুণী শিল্পীরা অভিনয় করেছেন। সবার প্রিয় আফজাল হোসেন আছেন। আরও অনেকেই আছেন। সবাই ভালো করেছেন। আমার বিশ্বাস খুব ভালো একটি সিনেমা আসতে যাচ্ছে।
উল্লেখ্য, জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'জয়া আর শারমিন' সম্প্রতি মুক্তি পেয়েছে।
Comments