কাল আসছে মিশন ইম্পসিবল ও থান্ডারবোল্টস

নতুন সিনেমা

আগামীকাল ২৩ মে শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে 'মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং'। একইদিনে মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা 'থান্ডারবোল্টস'। এই দুই সিনেমা নিয়ে দর্শকদের যথেষ্ট কৌতূহল দেখা যাচ্ছে।

মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং

হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা 'মিশন ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকে। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজের অষ্টম সিনেমাটি দেখার জন্য। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে। যেখানে অংশ নিয়েছেন টম ক্রুজসহ কলাকুশলীরা।

কানে দেওয়া বক্তব্যে টম ক্রুজ বলেন, 'ছোটবেলায় এমন কিছু কল্পনাও করিনি। আজ ৩০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আপনাদের বিনোদন দিতে পেরে আমি কৃতজ্ঞ।'

সিনেমায় টম ক্রুজ ছাড়াও হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগসহ অনেকে অভিনয় করেছেন।

থান্ডারবোল্টস

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ধাপের শেষ চলচ্চিত্র 'থান্ডারবোল্টস'। গত ২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে।

এরিক পিয়ারসন এবং জোয়ানা ক্যালোর চিত্রনাট্য থেকে সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক শ্রিয়ার। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পু, সেবাস্তিয়ান স্ট্যান, ওয়াট রাসেল, ওলগা কুরিলেনকো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ার্স, ডেভিড হারবার, হান্না জন-কামেন এবং জুলিয়া লুই- ড্রেফাস।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

1h ago