মুচলেকা দিয়ে ৩ নেতাকে ছাড়িয়ে আনার ঘটনায় হান্নানকে কারণ দর্শানোর নোটিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে 'মব' সৃষ্টিকারী তিন জনকে থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
গতকাল মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে আটক করেছিল পুলিশ।
আজ বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হান্নান মাসউদকে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবুও আবদুল হান্নান মাসউদ গতকাল ধানমণ্ডি থানায় গিয়ে আটক তিনজনের মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবদুল হান্নান মাসুদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে এর লিখিত জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, তারা একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে ঢোকার চেষ্টা করেন এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ। সেখান থেকেই তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
Comments