বাবর-রিজওয়ানের পর বাংলাদেশের বিপক্ষে বাদ পড়লেন শাহীনও

Shaheen Afridi

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে বড় ছেদ পড়ে গেল। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বাদ পড়ার পর বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও জায়গা পাননি দুই অভিজ্ঞ ব্যাটার। এবার তাদের সঙ্গে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদিও।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলি আঘা।

দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডকে বেছে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে  পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা। পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে।

সূচি এখনো ঘোষণা না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে ২৮, ৩০ মে ও ১ জুন ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, শহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

1h ago