প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতায় ফিরে গেল অনূর্ধ্ব-১৯ দলের বিমান

ছবি: বাফুফে

বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। খেলোয়াড়-কর্মকর্তাদের নিয়ে সেটি আবার ফিরে গেছে ভারতের কলকাতায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। ফলে শিরোপা জয়ের আশা ভেস্তে যায় লাল-সবুজ জার্সিধারীদের। এরপর আজ তারা দেশে ফেরার পথে থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষমেশ তা সম্ভব হয়নি।

যুবাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই ১১০৫ ফ্লাইটটির বাংলাদেশ সময় বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে বিমানটি যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেখানে ফিরে যেতে বাধ্য হয়েছে।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান জানিয়েছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দেশে ফেরার নতুন সূচি সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

Comments

The Daily Star  | English

UN requested logistical support, not 'corridor' for aid to Rakhine

NSA Khalil clarifies Bangladesh has not and will not discuss any corridor to Rakhine

25m ago