সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত

সিরিয়ার আল-মায়াদিন থানার সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত হয়। ছবি: সানার সৌজন্যে
সিরিয়ার আল-মায়াদিন থানার সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত হয়। ছবি: সানার সৌজন্যে

সিরিয়ার পূর্বাঞ্চলের একটি থানার সামনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিন পুলিশ নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'আজ (রোববার) দেইর এজ্জরের পূর্বের পল্লী অঞ্চলে অবস্থিত আল-মায়াদিন শহরের একটি থানার সামনে বিস্ফোরণের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা শহীদ ও অপর দুইজন আহত হয়েছেন।'

প্রতিবেদনে আল-মায়াদিন শহরের পরিচালক খলিল আব্দুলমোনেম আল-আইয়ুবের বরাত দিয়ে বলা হয়, 'স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বেজে ১৩ মিনিটে আল-মায়াদিন থানার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।'

'প্রাথমিক তদন্ত ও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনের পর জানা গেছে, গাড়ি বোমা এই ঘটনার জন্য দায়ী। ফলশ্রুতিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত ও অপর কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন', যোগ করেন তিনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে চার পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হয়েছেন।

'দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী'।

নিরীক্ষক সংস্থাটি আরও জানায়, ওই দিনই সিরিয়ার পুলিশ বাহিনী (জেনারেল সিকিউরিটি নামে পরিচিত) নতুন একটি নিরাপত্তা সংক্রান্ত প্রচারণা অভিযান শুরু করেছে।

Comments

The Daily Star  | English

All civic services of DSCC halted

DSCC Administrator Md Shahjahan Mia confirmed the information to The Daily Star

1h ago