টাই-ব্রেকারে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

ম্যাচের শুরুতেই গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে ম্যাচ টাই-ব্রেকারে টেনে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেখানে শেষ রক্ষা করতে পারেনি দলটি। ভাগ্য নির্ধারণী এই লড়াইয়ে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

রোববার ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে ভারত। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল সমতায় ছিল।

টাইব্রেকারে বাংলাদেশের অধিনায়ক নজমুল হুদা ফয়সাল বলটি বারের ওপর দিয়ে মেরে ফেলেন, এরপর সালাহ উদ্দিন শাহেদের শটটি রুখে দেন ভারতীয় গোলরক্ষক। অথচ টাইব্রেকারের প্রথম শটেই ভারতের খেলোয়াড়ের শট ঠেকিয়ে লাল-সবুজদের এগিয়ে দিয়েছিলেন গোলরক্ষক মাহিন।

তবে এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভুল করে ভারতকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেন মাহিন। ভারতীয় অধিনায়ক সিংগামায়ুম শামির নেওয়া এক ফ্রিকিক প্রতিহত করতে গিয়ে মাহিন অতিরিক্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে পিছিয়ে যেতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত বল আটকাতে পারেনি।

এদিন দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ চাপ সৃষ্টি করে ভারত। তবে ধীরে ধীরে বাংলাদেশ নিজেদের গোছাতে থাকে এবং টেকনিক্যাল ফুটবল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ প্রবল চাপ সৃষ্টি করে এবং বিরতির ১৬ মিনিট পর সেই চেষ্টারই ফল মেলে। এক গোলমুখে সৃষ্ট জটলা থেকে ভারতীয় ডিফেন্ডাররা বল সঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে বদলি খেলোয়াড় জয় আহমেদ বল জালে জড়ান এবং বাংলাদেশ ম্যাচে সমতা ফেরান।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago