টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন স্বাগতিক দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তিনি সফরকারী টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরে বাংলাদেশের এটি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ মাস পর ক্রিকেটের এই সংস্করণে খেলতে নামছে তারা। শারজাহতে ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায়।

পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাসের এটিই প্রথম টি-টোয়েন্টি। এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে এই ডানহাতি ব্যাটার চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন তিনটি, হেরেছেন একটি। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে দলনেতা ছিলেন লিটন।

ভিসা সংক্রান্ত জটিলতায় দুবাই বিমানবন্দরে দুই রাত আটকে থাকা নাহিদ রানা ও রিশাদ হোসেন দলে যোগ দিলেও বাংলাদেশের এই ম্যাচের একাদশে তাদের জায়গা হয়নি। এছাড়া, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও সৌম্য সরকারকে রাখা হয়নি।

এই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে আরব আমিরাতের তিনজনের অভিষেক হচ্ছে। তারা হলেন মতিউল্লাহ খান, মুহাম্মদ জোহাইব ও হায়দার আলি। এদের মধ্যে জোহাইব আগে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি।

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলেছিল দুদল। এখন পর্যন্ত মোট তিনটি টি-টোয়েন্টি খেলেছে তারা। বাংলাদেশ জিতেছে সবগুলোতেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ।

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

8h ago