আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ

ঢাকার সাভারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের পাকিজা মোড় (শহীদ ইয়ামিন চত্বর) এলাকায় প্রথমে মহাসড়কের আরিচামুখী লেন এবং কিছু সময় পর ঢাকামুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শতাধিক আন্দোলনকারী।

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এদিকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

ঘটনাস্থলে সাভার মডেল থানার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।'

বিক্ষোভে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল ডেইলি স্টারকে বলেন, 'গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, এই দেশে আওয়ামী লীগ নামক আর কোনো রাজনৈতিক গোষ্ঠী রাজনীতি করতে পারবে না।'

'কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ১০ মাস হয়ে গেলেও বর্তমানে যারা সরকারে আছেন, সেই আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রায় ৩৪ থেকে ৩৫টি স্থানে আমাদের ওপর বিভিন্নভাবে হামলা বা আক্রমণ হয়েছে। এই যে আওয়ামী লীগ, তাদের নামে এত মামলা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগকে কীভাবে বর্তমান সরকার নিষিদ্ধ করবে, সেটা কি কোনো সরাসরি ঘোষণার মাধ্যমে নাকি হাইকোর্টের মাধ্যমে এটা তাদের ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাজপথ বন্ধ থাকবে,' বলেন তিনি।

মুকুল আরও বলেন, 'আমাদের শাহবাগের যে ব্লকেড কর্মসূচি, তার সঙ্গে সংহতি জানিয়ে আমরা সাভার ও আশুলিয়ার জনগণ এখানে রাস্তা অবরোধ করেছি এবং যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমরা এখানে অবস্থান করব।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

59m ago