চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা

সভাপতি শাহীন সুমন ও সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল। ছবি: স্টার

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। সুমন ১৬৬ ও টটুল ১৮০ ভোট পেয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়ে শাহীন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা আমাদের নির্বাচিত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা কাজে বিশ্বাসী। সেটা কাজে দেখাব আশা করছি। পরিচালকদের স্বার্থে কাজ করব।'

সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল ডেইলি স্টারকে বলেন, 'আমি মার্কেটিংয়ের মানুষ। পরিচালক সমিতির ভোটে নির্বাচিত হয়েছি। অবশ্যই তাদের ভালো হবে এমন কিছু করব। যারা আমাকে নির্বাচন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।'

সমিতিতে আরও নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়ায় মুস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব ও জয়নাল আবেদীন (জয় সরকার)।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago