নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: স্টার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানের পর দেওভোগের বাসা থেকে তিনি গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি জানান, আইভী জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি।  

এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, যোগ করেন তিনি।

নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা রাতভর তার বাড়িতে অভিযানের প্রতিবাদ জানান।

 

Comments