আবদুল হামিদের দেশত্যাগ: পুলিশের ২ কর্মকর্তা প্রত্যাহার, বরখাস্ত আরও ২, তদন্তে কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুইজন কর্মকর্তাকে প্রত্যাহার ও দুই কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতরাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন হামিদ।

পুলিশের বিশেষ শাখার (এসবি) শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, তিনি থাইল্যান্ডে গেছেন।

ওই কর্মকর্তা বলেন, 'সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বয়স অনেক। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না।'

নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত‍্যাগে বাধা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago