রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায় ১৩ মে

ফাইল ছবি

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণা আজ শুরু হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রায় পড়া শুরু করেন যা দুপুর ১টা পর্যন্ত চলে।

রায়ের বাকি অংশ আগামী ১৩ মে ঘোষণা করা হবে বলে দিন ধার্য করেছে বেঞ্চ।

হাইকোর্ট বেঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে সেগুলো 'কিউরিয়া অ্যাডভিসারি ভাল্ট' হিসেবে ঘোষণা করে, যার অর্থ—যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণ ঘটে।

বোমা হামলায় ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

২০১৪ সালের ২৩ জুন ঢাকার একটি আদালত মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসেন ওরফে হেলালুদ্দীন, মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই এবং আরিফ হাসান সুমনকে মৃত্যুদণ্ড দেন।

মাওলানা আবু তাহের, মাওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান, মাওলানা ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান, মাওলানা আবদুর রউফ ও শাহাদাত উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অভিযুক্তরা ইসলামপন্থী গোষ্ঠী হরকাত-উল-জিহাদ আল-ইসলামীর সদস্য বলে অভিযোগ রয়েছে।

২০১৭ সালের ১৩ এপ্রিল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানোর দায়ে হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই মামলার আরও কয়েকজন আসামি পলাতক।

আসামিদের পক্ষে শিশির মনিরসহ একদল আইনজীবী যুক্তি উপস্থাপন করেন, আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি শুনানিতে অংশ নেন।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

1h ago