‘জাতিসংঘ সনদের অধিকারবলে’ ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল ছবি: ডন

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকারবলে ভারতের আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। 

বিবিসি ও ডনের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সশস্ত্র বাহিনীর দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

৫১ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার স্বার্থে সে রাষ্ট্রর এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও দেশের সার্বভৌমত্বে লঙ্ঘনের জবাবে তারা 'নিজস্ব সময়ে, যথাযথ স্থান ও উপায়ে' ভারতের ওপর প্রতিশোধ নেবে।

ভারতকে 'সমুচিত' জবাব দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে 'পূর্ণ অনুমোদন' দেওয়া হয়েছে বলেও জানানো হয় এই বিবৃতিতে।

দুপুরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর প্রকাশিত হয় এই বিবৃতি।

সেখানে ভারতের হামলার নিন্দা জানানোর পাশাপাশি এতে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। ভারতের হামলাকে 'উসকানিমূলক, কাপুরুষোচিত ও বেআইনি যুদ্ধঘোষণা' বলেও আখ্যা দেওয়া হয় এই বিবৃতিতে।

নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর অবশ্য প্রধানমন্ত্রী শেহবাজের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, ভারত উত্তেজনা না বাড়ালে পাকিস্তান কোনো 'দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ' নেবে না। পাকিস্তান সরকার ও সেনাপ্রধান এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।  

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, 'আমরা (ইতোমধ্যে) উপযুক্ত জবাব দিয়েছি। তারা (ভারত) যদি আরও কিছু করে, তাহলে আমরা এর চেয়েও বেশি উপযুক্ত জবাব দেব।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

2h ago