'বার্সেলোনার জন্য সানসিরো আজ নরক হয়ে উঠবে'

প্রথম লেগে ঘরের মাঠের সুবিধা আদায় করে নিতে পারেনি বার্সেলোনা। মন্তুজুইকে দারুণ খেললেও ৩-৩ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার দ্বিতীয় লেগের লড়াইটা ইন্টার মিলানের মাঠ সানসিরোতে। আর এই মাঠটি আজ বার্সেলোনার জন্য রীতিমতো নরকে পরিণত হবে বলে মনে করেন ইন্টারের সাবেক তারকা ফুটবলার আন্তনিও কাসানো।

প্রথম লেগের দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের পর এই সেমিফাইনাল মধ্যে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ইন্টার সমর্থকদের। তাই চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পুরো মিলান শহরকে থমকে দেবে বলে মনে করেন এই ইতালিয়ান। কাসানো দৃষ্টিতে, এগিয়ে আছে ইন্টার, তবে ফাইনাল হাতছাড়া না করতে চাইলে তাদের আরও ভালো খেলতে হবে।

'ভিভা এল ফুটবল' অনুষ্ঠানে কাসানো বলেন, 'ইন্টার এগিয়ে আছে, কারণ তারা ঘরের মাঠে খেললে প্রচণ্ড চাপ তৈরি করতে পারে। বার্সার জন্য আজ সানসিরো হয়ে উঠবে একপ্রকার নরক। ঘরের মাঠের বাড়তি সুবিধা তো আছেই, সেই সঙ্গে আয়ও হবে রেকর্ড পরিমাণ।'

তবে প্রথম লেগে ইন্টার আরও এগিয়ে থাকতে পারতো বলে মনে করেন তিনি, 'প্রথম লেগে ইন্টার ভালো খেলেনি, তবে সেট-পিস থেকে দুই গোল পেয়ে যায়। ৩০ সেকেন্ডের মাথায় থুরাম একটি অসাধারণ এক গোল করে। তারা তিন গোল করেছে ঠিকই, কিন্তু চাইলে ছয়টাও করতে পারতো। জেতার জন্য দরকার সাহসী খেলা।'

তবে ইন্টার যদি কেবল হিসেব-নিকেশের খেলা খেলে, তাহলে বিপদে পড়তে পারে বলে দলটিকে সতর্ক করে দেন কাসানো, 'আমি একটি কথা বলতে চাই: দিন কয়েক আগে ইনজাগির সহকারী ফেরিসকে কেউ বলেছে, যদি ইন্টার কাপ জেতে, তাও এই মৌসুমটা ব্যর্থ। কেন? কারণ সবচেয়ে শক্তিশালী দল নিয়েও তারা তিনটি স্কুদেত্তো (ইতালিয়ান লিগ শিরোপা) হাতছাড়া করেছে।'

'দি মাতেওও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, মরিনহোও জিতেছিলেন গোলপোস্টের সামনে "বাস" পার্ক করে। চ্যাম্পিয়ন্স লিগ আলাদা জিনিস, কিন্তু ইন্টার এমন একটি দল, যাদের এর চেয়েও ভালো কিছু করার সামর্থ্য ছিল,' যোগ করেন এই ইতালিয়ান।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

2h ago