গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

জাতীয় নাগরিক পার্টি, হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগ, ফেসবুক,
হাসনাত আবদুল্লাহ । ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (এনসিপি) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।  

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আটককৃত এক ব্যক্তির নাম নিজাম উদ্দিন তুষার। অপর আটক ব্যক্তির পরিচয় পরে জানানো হবে।' 

গতকাল রোববার গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত হামলায় চালায়।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, 'হাসনাত আব্দুল্লাহ একটা প্রোগ্রাম থেকে ঢাকা ফেরার পথে মোটরসাইকেলে কয়েকজন এসে তার ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান।'

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলম লেখেন, 'হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে।'

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনসিপি। সামাজিক মাধ্যম ফেসবুকেও ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

7m ago