১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা কমে ১৪৩১

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি আজ জানায়, মে মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।

বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১১৯ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।

Comments