সত্যজিতের জন্মদিনে ওটিটিতে এলো ‘প্রিয় সত্যজিৎ’

উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর সত্যজিৎ রায়। আজ ২ মে এই কিংবদন্তির জন্মদিন। জন্মদিনে চরকিতে দেখা যাচ্ছে তাকে নিয়ে নির্মিত 'প্রিয় সত্যজিৎ'।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে 'প্রিয় সত্যজিৎ' নির্মাণ করেছিলেন প্রসূন রহমান। ইতোমধ্যে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরস্কার জিতেছে।

নির্মাতা প্রসূন রহমানের ভাষ্য, 'এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের 'লাভ-লেটার টু সিনেমা'।'

'শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক 'প্রিয় সত্যজিৎ', এইটুকু প্রত্যাশা।'

'প্রিয় সত্যজিৎ' সিনেমাটির কাহিনী তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল, নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

আরও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন—পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। সেখানকার মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।

Comments

The Daily Star  | English

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

24m ago