শুটিংয়ের ব্যস্ততায় কাটলো রহমত আলীর ৬৬তম জন্মদিন

মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেতা রহমত আলী। তার স্ত্রী ওয়াহিদা মল্লিক জলিও একজন সুঅভিনেত্রী। অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। এখনো অভিনয়ে সরব তিনি।

বুধবার ছিল রহমত আলীর ৬৬তম জন্মদিন। ৬৭ বছরে পা রাখলেন তিনি।

রহমত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, জন্মদিনে শুটিং করে সময় পার করেছি। বিটিভির একটি নাটকের শুটিং ছিল। দিনভর  শুটিং ব্যস্ততায় কেটেছে।

জন্মদিন প্রসঙ্গে রহমত আলী বলেন, নিজের জন্মদিনের কথা আমার মনে থাকে না। জন্মদিনের কথা সব সময় ভুলে যাই। কিন্তু, আমার স্ত্রী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, কাছের মানুষেরা, অভিনয় শিল্পের মানুষেরা জন্মদিনের কথা মনে করিয়ে দেন।

'শুটিংয়ের ফাঁকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। এছাড়া, গতরাতে আমার স্ত্রী এবং আরও কয়েকজন কাছের মানুষ মিলে কেক কেটেছেন। রাত ১২টা এক মিনিটে, আমাকে সারপ্রাইজ দিয়েছেন।'

জন্মদিনে বিটিভির নাটকের শুটিং করার বিষয়ে রহমত আলী বলেন, এই নাটকে আমার স্ত্রী ওয়াহিদা মল্লিক জলি অভিনয় করেছেন স্ত্রীর ভূমিকায়। একসঙ্গে আমরা অনেক নাটক করেছি। তবে, বিটিভির কোনো নাটকে এবারই প্রথম স্বামী-স্ত্রীর ভূমিকায় কাজ করলাম। তাও আবার বিশেষ দিনে।

আরেক প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, এখনো রাস্তায় বের হলে অনেক মানুষ সালাম দেন, সম্মান করেন, ভালোবাসেন। কারও কথায় কখনো বিরক্ত হই না। যে কেউ কথা বলতে পারেন আমার সঙ্গে। এটাই জীবন। ভালো লাগে মানুষ যখন কথা বলেন।

তিনি বলেন, রাস্তায় বের হলে সাধারণ মানুষ যখন কুশল বিনিময় করেন, সত্যি মনটা আনন্দে ভরে যায়। এই মানুষেরাই তো আমাদের ভালোবেসে এতদূর নিয়ে এসেছেন।

স্ত্রী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি সম্পর্কে তিনি বলেন, আমরা দুজনে ৩৮ বছর ধরে একসঙ্গে বসবাস করছি। দুজনের ভালোবাসা অফুরান। আর দর্শকদের ভালোবাসার বিষয়ে বলব—দর্শক ও সাধারণ মানুষের ভালোবাসাই সব।

জন্মদিনের বিশেষ স্মৃতি মনে করে তিনি বলেন, সৈয়দ জামিল আহমেদ ভাই ফোন করেছিলেন। তিনি অনেক প্রশংসা করেছেন। তার ফোন পেয়ে খুব ভালো লেগেছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago