পণ্যের দামে ট্রাম্প-শুল্ক দেখানোর সিদ্ধান্ত থেকে সরে এলো অ্যামাজন, কারণ কী

অ্যামাজন
ছবি: সংগৃহীত

ট্রাম্প-শুল্কের প্রভাবে একটি পণ্যের দাম কতটা বেড়েছে তা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। তবে হোয়াইট হাউসের ধমক কি এর কারণ?

আজ বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়ে বলেছে, অ্যামাজন পরিকল্পনা করেছিল ট্রাম্প-শুল্কের কারণে একটি পণ্যের দাম কতটা বেড়েছে তা গ্রাহকদের জানাবে। কিন্তু, হোয়াইট হাউস তীব্র ভাষায় এর নিন্দা জানিয়েছে। শেষমেশ প্রতিষ্ঠানটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন পরিকল্পনাটি চূড়ান্ত করার আগেই ট্রাম্প প্রশাসন থেকে প্রতিক্রিয়া আসে।

অ্যামাজনের মুখপাত্র টিম ডয়লে এক বার্তায় বলেছেন, আমদানি করা পণ্যের ওপর যে শুল্ক বসানো হয়েছে তা তাদের তালিকায় তুলে দেওয়ার কথা ভেবেছিল অ্যামাজন। কিন্তু, তা অনুমোদন পায়নি। তাই তা দেওয়া হচ্ছে না।

গতকাল পাঞ্চবউল নিউজ ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, আমদানি শুল্কের কারণে একটি পণ্যের মোট খরচ কতটা বেড়েছে তা তালিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নেয় অ্যামাজন।

এরপরই ট্রাম্প প্রশাসন এর সমালোচনা করতে শুরু করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিট সেই দিনের সংবাদ বিফ্রিংয়ে একে 'হিংসাত্মক ও রাজনৈতিক কাজ' বলে মন্তব্য করেন।

এ ছাড়াও, তিনি অ্যামাজনকে 'চীনের অপপ্রচারের অংশ' হিসেবে আখ্যা দেন।

নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থাটিকে বলেন, প্রেসিডেন্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ফোন দিয়ে প্রতিষ্ঠানটির সেই পরিকল্পনা সম্পর্কে অভিযোগ করেছেন।

ধারণা করা হচ্ছে, অ্যামাজন বিষয়টি পরিষ্কার করার পর ট্রাম্প সুর নরম করেছেন। গতকাল বিকেলে তিনি হোয়াইট হাউস থেকে মিশিগান রওনা দেওয়ার সময় সাংবাদিকদের বলেন, 'জেফ বেজোস চমৎকার মানুষ… তিনি দ্রুত সমস্যার সমাধান করেছেন। তিনি সঠিক কাজটিই করেছেন।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago