মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়ায় পশুর হাট বসানো নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সেইসঙ্গে মেরাদিয়ার ওই এলাকায় পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ডিএসসিসি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল দিয়েছে আদালত।

ডিএসসিসির ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ ও রুল দেন।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ খুররম শাহ মুরাদ দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশের পর মেরাদিয়া এলাকায় কোনো পশুর হাট বসানো যাবে না।

তিনি বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত জানিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বনশ্রীর বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

তিনি বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা। মেরাদিয়ায় যদি পশুর হাট বসানো হয়, তাহলে তা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়বে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হবে বলে যোগ করেন এই আইনজীবী।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

21m ago