শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় সাবিলা নূর

সাবিলা নূর: ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার ফাইল ফটো

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমায় অভিনয় করছেন সাবিলা নূর।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমার শুটিংয়ে গতকাল রোববার অংশ নিয়েছেন এই দুই তারকা।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, রাজশাহীর পুঠিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

sabila nur
সাবিলা নূর। ছবি: সংগৃহীত

সিনেমাটিতে সাবিলা নূর আছেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল।

অবশেষে জানা গেল, রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলার।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murder: Probe stalls over mixed, unclear DNA samples

Says task force, seeks more time to complete investigation

8m ago