গরমের অস্বস্তি কমবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

৮ জেলায় তাপদাহ, মঙ্গলবার গরম বাড়তে পারে ১-২ ডিগ্রি
স্টার ফাইল ফটো | ছবি: এমরান হোসেন/স্টার

রাজশাহী বিভাগ এবং দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকায় তাপমাত্রা রয়েছে ৩৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা ও অন্যান্য বিভাগের স্টেশনগুলোতে দেখা গেছে, অধিকাংশ জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড হয়েছে।

এই গরমে অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আর্দ্রতা। এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।

পূর্বাভাস অনুসারে, আগামী রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'এপ্রিল এমনিতেই উষ্ণতম মাস। বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে, বৃষ্টি না হলেই তাপমাত্রা বেড়ে যায়।'

'আগামী রোববার দিবাগত রাত থেকে বৃষ্টি প্রবণতা দেখা যাচ্ছে। বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় অবস্থায় চলে আসবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

54m ago