১৯ সেকেন্ডের ভিডিওতে ফেরার ঘোষণা আরিফিন শুভর

আরিফিন শুভ
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন সিনেমার পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ। অবশেষে মাত্র ১৯ সেকেন্ডের একটি প্রমো ভিডিওতে আভাস দিলেন ফিরে আসার।

সেই ভিডিওটি তার ফেসবুকে যুক্ত করে শুভ ক্যাপশনে লিখেছেন, 'আসিতেছে।'

যদিও কী আসছে সেটা নিয়ে বরাবরের মতোই রহস্য জিইয়ে রেখেছেন তিনি।

তবে জানা গেছে, আরিফিন শুভর ভিডিও দৃশ্যটি 'নীলচক্র' সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান।

বর্তমানে আরিফিন শুভ মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ 'জ্যাজ সিটি'র শুটিং নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে চরকি ওয়েব প্রজেক্ট 'লুহু' এবং 'ঠিকানা বাংলাদেশ', 'নূর' নামের দুটি সিনেমা।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago