৩২ ঘণ্টা পর অনশন ভাঙল শিক্ষার্থীরা, ১৫ বছর পর চবি চারুকলা ফিরছে ক্যাম্পাসে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ৩২ ঘণ্টার অনশন অবশেষে ভাঙাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ইনস্টিটিউটের কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছে।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় এবং রাত ১১টায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। আজ বুধবার থেকেই চারুকলা ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ড. শামীম উদ্দিন।

এদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো:

  •  চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে।
  • চারুকলা ইনস্টিটিউটের বর্তমান স্থাপনাসমূহ, আর্কাইভ, আর্ট গ্যালারি, চারুকলার প্রদর্শনীসমূহ, ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হবে।
  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রয়িং ও পেইন্টিং, প্রিন্ট মেকিং, সিরামিকস- এই চারটি নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু হবে।
  • চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীন চারুকলার সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তি দখল বা বেদখলের সাথে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট ও সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. নেছারুল করিম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার আব্দুস সবুর। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ।

মঙ্গলবার রাত ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় চবি প্রশাসন। ছবি: স্টার

চারুকলা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল বলেন, 'স্যারেরা আমাদের আশ্বস্ত করেছেন কাল থেকে অফিসিয়ালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলার কার্যক্রম শুরু হবে। আমরা যে দাবি নিয়ে অনশন করেছিলাম, আমরা প্রশাসনের কাছ থেকে সেটা পেয়েছি।'

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'জরুরি সিন্ডিকেট সভায় শহরস্থ চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের জানানো হয়। আমরা দীর্ঘ চেষ্টার পর শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সফল হয়েছি। সব থেকে বড় বিষয়, এটির মাধ্যমে আমাদের ওপর তাদের আস্থা ফিরে এসেছে। কাল থেকে চারুকলা ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে।'

এর আগে, সোমবার দুপুরে চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর ৩টা থেকে তারা আমরণ অনশনের ডাক দেয়। সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট সভার ডাক দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

35m ago