সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে সরকার গঠিত টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরসাদুর রউফের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি সিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তিনি আদালতকে জানান, এই হত্যাকাণ্ডের তদন্তে নিযুক্ত কর্মকর্তাদের বদলি বা রদবদল হয়েছে এবং এত বছরে বহু নথি হারিয়ে গেছে বা পাওয়া যাচ্ছে না। এসব নথি খুঁজে বের করা হচ্ছে এবং এর জন্যই তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার র‌্যাবের কাছ থেকে নিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে তৈরি শক্তিশালী টাস্কফোর্সকে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

এই টাস্কফোর্সকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার নিউজ এডিটর সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন। ঘটনার সময় তাদের পাঁচ বছর বয়সী ছেলে মাহির সরওয়ার মেঘ বাসায়ই ছিলেন।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় কোনো সন্দেহভাজন আসামির নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন। পুলিশের প্রাথমিক তদন্তের পর ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‌্যাবের হাতে দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

10h ago